শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০৬ জুন, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২২, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত

সাধন চন্দ্র মজুমদার

আনিস তপন : সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এফপিএমসি’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বেসরকারিভাবে চাল আমদানি হলে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছে সরকার।

তাছাড়া বৈঠকের রেজ্যুলেশণসহ সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

শুল্কমুক্তভাবে যেন চাল আমদানি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে যা কিছু করা হউক না কেন? অবশ্যই তা প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করা হবে বলেও এসময় জানান মন্ত্রী।

চলমান অভিযান প্রসঙ্গে এসময় সাধন চন্দ্র মজুমদার বলেন, অভিযানের সুফল ভোক্তা পেতে শুরু করেছে। বেসরকারিভাবে আমদানি হলেও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
বৈঠকে স্থানীয় সকরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত থেকে মতামত পেশ করেন।

এছাড়াও বৈঠকে এনবিআর চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ( সমন্বয় ও সংস্কার) এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়