শিরোনাম
◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক ◈ ইসি কর্মকর্তারা ওটিপি ফাঁস আতঙ্কে! ◈ জুলাই আন্দোলনে গিয়ে ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ফের শুরু ◈ সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন  ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও দুবাইতে খেলতে যাওয়ায় ঠাট্টা ও বিদ্রুপের শিকার পাকিস্তান ◈ শেখ হাসিনাকে ৩ বছর আগেই সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি ◈ সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৩, ০৩:৩২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৩, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদীকে চিকিৎসা দেওয়া অধ্যাপক ডাক্তার জামানকে প্রাণনাশের হুমকি

মারুফ হাসান: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডা. মোস্তফা জামান। 

[৩] হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজে ধানমন্ডি মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. মোস্তফা জামান। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য জানান। জাগোনিউজ ২৪

[৪] জিডিতে অধ্যাপক জামান জানান, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। তার চিকিৎসার জন্য নিয়োজিত বিশেষজ্ঞ দলের একজন সদস্য হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি। ঢাকা পোস্ট

[৫] কিন্তু, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপ থেকে এবং আমার ব্যক্তিগত আইডিতেও ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এই ব্যক্তিদের আচরণে ভীত ও শঙ্কিত। এরা যেকোনো মুহূর্তে আমার ও আমার পরিবারের সদস্যদের খুন, জখমসহ যেকোনো ধরনের বড় ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করছি। যমুনা টিভি

[৬] উল্লেখ্য, যেসব একাউন্ট বা আইডি থেকে হুমকি পেয়েছেন সেসব আইডির লিংকও জিডির সাথে সংযুক্ত করেছেন ডা. জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়