শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ০২:২১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে গরু-খাসিসহ মুরগীর মাংসের দামবৃদ্ধি অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম

শাহীন খন্দকার: [২] রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেট, আদাবর বাজার, মহাখালী কাচাঁবাজার এলাকা ঘুরে শুক্রবার (২৯ এপ্রিল) এসব চিত্র উঠে এসেছে। এদিকে অপরিবর্তিত আছে ডিমের দাম। লাল ডিম প্রতি ডজন ১০০ টাকা। হাঁসের ডিমের ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা। দেশী মুরগির ডিমের ডজন ২০০ টাকা।গরুর মাংস পাড়া মহল্লায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। কৃষি মার্কেটে ৬৫০  টাকায় খাসির মাংস ৯৫০ আর বকরীর মাংস ৮৫০টাকা বিক্রি হচ্ছে।

[৩] বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৭০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩০০-৩৩০ টাকা। যা গত শুক্রবার বিক্রি হয়েছিল ২৮০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়।  দেশী মুরগীর মাংস গত সপ্তাহে ৫০০ টাকায় বিকি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

[৪] বাজার ঘুরে দেখা গেছে সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। তবে বাড়তি লম্বা বেগ্রন ১২০ টাকা গোল সাদা বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতিকেজি ৬০ টাকা। টমেটো ৪০ টাকা, শিম ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা। মটরশুটি কেজি ১২০ টাকা। এছাড়া চাল লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

[৫] এসব বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। কাঁচা কলার হালি ৪০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা। বাজারে আলু প্রতি কেজিতে ২-৩ টাকা বেড়েছে, আলু গত সপ্তাহে ছিলো ১৮-২০ টাকা কেজি।  পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে। খুচরা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। 

[৬] বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা এবং দেশি রসুন বিক্রি হচ্ছে দেশীটা ৫০ টাকা কেজি দরে। দেশি আদার কেজি ৮০ টাকা, ফের বেড়েছে ভোজ্যতেলের দাম। এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। আর দুই লিটারের বোতল বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।

[৭] বাজারে প্রতি কেজি খোলা সাদা চিনি বিক্রি হচ্ছে ৮০ -৮৫ টাকায়। এছাড়া সাদা প্যাকেট চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়। এছাড়াও এসব বাজারে দেশি মুশুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়