শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ জুন, ২০২২, ০১:৪৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২২, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিদ মাহমুদ বলেন

বে-টার্মিনাল নির্মাণ স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা

খালিদ মাহমুদসহ অন্যান্যরা

দীপক চৌধুরী : চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা   বৃদ্ধির লক্ষ্যে নতুন টার্মিনাল হিসাবে ‘ বে-টার্মিনাল’ নির্মাণ করা হচ্ছে। এই টার্মিনাল নির্মিত হলে ২৪ ঘন্টা-ই এখানে জাহাজ ভিড়তে পারবে। 
মঙ্গলবার ঢাকায়  হোটেল ইন্টারকন্টিনেন্টালে চট্টগ্রাম বন্দরের  বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়ন সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান,  যৌথ পরামর্শক প্রতিষ্ঠান কুনওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সাল্টিং  কোম্পনি লিমিটেডের  প্রেসিডেন্ট  হোয়াং কিউ ইয়াং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব  মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে খালিদ মাহমুদ  চৌধুরী বলেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের  রোল মডেল। আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা আজ বিশ্বের অনেক  দেশের কাছেই বিষ্ময়। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা যা বলেন- তা করেন। আমরা এখন বলতে পারি  বে-টার্মিনাল স্বপ্ন নয়, এটি বাস্তবতা। 

তরুণ এই প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল শীঘ্রই চালু হতে যাচ্ছে।  বে-টার্মিনাল ও মাতারবাড়ী সমুদ্র বন্দরের সাথে  রেললাইন যুক্ত হবে,  সে পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের  দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত  দেশে উন্নীত হব।

বে-টার্মিনাল চ্যানেলে  কোন বাঁক  নেই এবং যথোপযুক্ত নাব্যতা থাকায়  সেখানে ১০-১২মিটার ড্রাফেটর সর্বোচ্চ ৬ হাজার টিইইউজ বহনক্ষমতা সম্পন্ন জাহাজ বার্থিং করানো সম্ভব হবে।  বে-টার্মিনালে প্রাথমিকভাবে তিনটি টার্মিনাল নির্মাণ করা হবে।  যেখানে একটি ১২২৫ মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল (কন্টেইনার টার্মিনাল-১), একটি ৮৩০ মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল (কন্টেইনার টার্মিনাল-২) এবং একটি ১৫০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল নির্মিত হবে। তিনটি টার্মিনালের  মোট দৈর্ঘ্য ৩.৫৫ কিলোমিটার। 

মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ টার্মিনালে  জেটি থাকবে ছয়টি।  বে-টার্মিনালে মোট ১৩টি  জেটি থাকবে।  বে-টার্মিনালে মাল্টিমোডাল কানেক্টিভিটি সুবিধা থাকবে। প্রকল্পের পূর্ব দিকে রয়েছে  পোর্ট অ্যাকসেস রোড ও রেলপথ। 

বর্তমানে চট্টগ্রাম বন্দরের  জেটি সমূহে সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফটেরএবং ১৯০ মিটার দৈর্ঘের জাহাজ ভিড়তে পারে। চট্টগ্রাম বন্দর   জোয়ারের উপর নির্ভর হওয়ায় দিনে দুবার  নেভিগেশন হয়ে থাকে। চট্টগ্রাম বন্দর  থেকে ছয় কিলোমিটার পশ্চিমে উত্তর হালিশহরে  বে-টার্মিনালের অবস্থান।  বে-টার্মিনাল  থেকে বর্হিনোঙরের দূরত্ব মাত্র এক কিলোমিটার। চ্যানেলের প্রশস্থতা ৮০০-১২০০ মিটার।  বে-টার্মিনালকে  বৈরী আবহাওয়া এবং সাগরের বড়  ঢেউ  থেকে রক্ষা করতে একটি পাঁচ কিলোমিটার  দৈর্ঘ্যরে  ব্রেক ওয়াটার নির্মাণ করা হবে- যা উক্ত এলাকায় অবস্থিত ডুবোচরের উপর নির্মিত হবে।

চট্টগ্রাম বন্দরের  বে-টার্মিনাল প্রকল্পের বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন এবং চট্টগ্রাম বন্দরের অধিনে মাল্টিপারপাস টার্মিনালের বিস্তারিত প্রকৌশল নকশা, ড্রয়িং ও প্রাক্কলনে পরামর্শক  সেবার জন্য মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কুনহোয়াইঞ্জিনিয়ারিং এন্ড কন্সাল্টিং  কোম্পনি লিমিটেড-ডি ওয়াই ইঞ্জিনিয়ারিং   যৌথ  কোম্পনির মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়ার যৌথ প্রতিষ্ঠান প্রকল্পের মহাপরিকল্পনা প্রণয়নের সাথে  বে-টার্মিনাল নির্মাণ কাজের  তদারকিও করবে। এজন্য ব্যয় হবে ১২৬  কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা। সম্পূর্ণ বে-টার্মিনাল প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২১০  কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়