শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০১ জুন, ২০২২, ০১:৩৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২২, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ধান-চাল মজুদ করে বেশি দামে বিক্রি করছে ৬ কর্পোরেট গ্রুপ’

মহসীন কবির: ধান-চাল মজুদ করে বেশি দামে বিক্রি করছে ৬ কর্পোরেট গ্রুপ। গ্রুপগুলো ধান-চালের ব্যবসায়ী না। ফায়দা লুটতে হঠাৎ মজুদের ব্যবসায় নেমেছে। এসব সিন্ডিকেটের সাথে খাদ্য মন্ত্রণালয় লড়াই করছে।খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বুধবার দুপুরে সচিবালয়ে  সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে যথেষ্ট ধান-চাল রয়েছে জানিয়ে সাধন মজুমদার বলেন, মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। নির্বাচনের আগে একটা অসাধু মহল এই কাজ করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। মজুদদারদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। তারা যেই হোক না কেন ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন সাধন চন্ত্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, ছয়টি করপোরেট প্রতিষ্ঠান হলো এসিআই, আকিজ, বসুন্ধরা, প্রাণ, সিটি ও স্কয়ার গ্রুপ। তারা মিল থেকে বেশি দামে চাল কিনে বেশি দামে বাজারে বিক্রি করছে। এতে দাম বাড়ছে। চালের ক্ষেত্রে সরকার করপোরেট ফাঁদে পড়েনি। সে চেষ্টা হয়েছিল। তবে ফাঁদে ফেলতে পারেনি। মজুদবিরোধী অভিযানে কেউ পালালেও তারা ছাড় পাবে না। যে ছয়টি প্রতিষ্ঠান প্যাকেট করে অন্য মিল থেকে নিয়ে চাল বিক্রি করছে তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবে না। তবে নিজস্ব মিলে প্যাকেট করতে পারবে। সেক্ষেত্রে মজুদের বিধান মানতে হবে। আর না হলে ৬৭ ভাগ ট্যাক্স দিয়ে আমদানি করে তাদের প্যাকেটজাত চাল বিক্রি করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সামারি আকারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।

মন্ত্রী বলেন, যেভাবে চালের দাম বাড়ছে ভরা মৌসুমে এটা কাম্য নয়। বাজারে যথেষ্ট চাল আছে। ৬টি প্রতিষ্ঠান ধান মজুদ করছে, যারা ধান-চালের ব্যবসায়ী না। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সাঁড়াশি অভিযান চলছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ৫ লাখ মেট্রিক টন মজুদ সিলগালা করা হয়েছে। যমুনা টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়