সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। যতোই বাইরের চাপ আসুক বাঙালি কখনো নতি স্বীকার করেনি। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের অলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। সূত্র: বিটিভি, বাসস
চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই এক দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ। ১০/১২ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা থাকবে না।
শেখ হাসিনা বলেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, এ দেশ আমাদের। এদেশের মানুষের ভাগ্য নিনিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আমরা সংগ্রামের মাধ্যমে এদেশে গণতন্ত্র এনেছি। গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ আজ এগিয়েছে। আমরাই আমাদের দেশের মানুষের অধিকার রক্ষা করব।
তিনি বলেন, ছয়-দফা ছিল বাংলাদেশের জনগণের মুক্তি সনদ। এর মাধ্যমে দেশের অগ্রযাত্রা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা রোল মডেল হিসাবেই এগিয়ে যাব।
দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে আর কেউ দমন করতে পারবে না। গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
আওয়ামী লীগ সভাপতি দলের নেতাকর্মীদের এ বিষয়ে সচেতন হতে এবং দেশের মানুষের পাশে থেকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার নির্দেশ দেন, যাতে তাদের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, বাইরের কোনো শক্তি বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না, বরং তাদের ব্যবহার করা হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর, বিএনপির উৎফুল্ল মেজাজ প্রসঙ্গে বলেন, তারা মনে করে- অন্য কোথাও থেকে কেউ এসে, তাদের আনন্দ-উল্লাস করে ক্ষমতায় বসিয়ে দেবে। কেউই এটি করবে না।
আপনার মতামত লিখুন :