শিরোনাম
◈ গত ২৪ ঘন্টায় রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেফতার ২০৬ ও মামলা ৫৩ ◈ কাগজই কেনা ১০২ কোটি টাকার মতো, সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে: এনসিটিবি চেয়ারম্যান ◈ সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান ◈ কেনো এনসিপি নিয়ে অস্বস্তিতে বিএনপি? যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ভিডিও) ◈ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: জামায়াতের আমীর ◈ পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চার উদ্যোগ, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত ◈ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, পদক পাচ্ছেন আরও ৭ জন ◈ ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় প্লেনকে প্রতিহত করল মার্কিন যুদ্ধবিমান ◈ তারেক রহমান দেশে ফিরবেন কবে? এখনো যে মামলার দণ্ড রয়ে গেছে, যা জানাগেল

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানির অভাবে লোডশেডিং

পরিস্থিতি স্বাভাবিক হতে আরো ২ সপ্তাহ লাগবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মনজুর এ আজিজ: বিদ্যুৎকেন্দ্র রেডি, তবে জ্বালানির যোগান দিতে না পারায় অর্থাৎ কয়লা, গ্যাস এবং তেলের সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশ্বাস দেন তিনি। রোববার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাওয়ার প্লান্ট প্রস্তুত রয়েছে, শুধু জ্বালানির যোগান দিতে পারছি না। জ্বালানি আসার পেছনে সবসময় আমাদের হাত থাকে না। কোথাও বাধাগ্রস্ত হলেই সমস্যা হয়। এবারও তাই হয়েছে। বেশ কিছুদিন যাবৎ লোডশেডিং বেড়ে গেছে। বর্তমানে দৈনিক ২৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি যে অসহনীয় তা জানি। কিছু প্ল্যান্ট অর্ধেক জ্বালানি দিয়ে চলছে। জ্বালানি যোগান দিতে কষ্ট হচ্ছে। এটার আকার এখন বেড়েছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেন, পায়রার জন্য কয়লা কত দ্রুত আনা যায় সেই চেষ্টা করছি। আশা করি ১০/১৫ দিনের মধ্যে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব। হিটওয়েভ হচ্ছে ফলে চাহিদা বেড়ে গেছে। তবে আপাতত শিডিউল লোডশেডিং এ যাবার চিন্তা নেই।

দুই মাস আগে থেকেই চেষ্টা করছিলাম। অর্থনৈতিক বিষয়, এলসি খোলার বিষয় থাকে, এসব সমন্বয় করতে হয়। তবে বর্তমানে দৈনিক যে হচ্ছে, ধীরে ধীরে তা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 

সাংবাদিকদের আরোক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পেট্রোল পাম্পের সমস্যা হওয়ার কথা না। কেননা, দেশে পেট্রোল ও ডিজেলের সংকট নেই। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএ/এমআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়