শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান ◈ মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী ◈ সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের প্রচার, যা জানা গেল ◈ নির্বাচন নিয়ে ফখরুলের বক্তব্যের কড়া জবাব সারজিসের (ভিডিও) ◈ জয়বঞ্চিত ম্যানচেস্টার সিটি, হার এড়ালো লিভারপুল ◈ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান যে পাঁচটি সুপারিশ থাকছে ◈ জাতীয় পার্টির সঙ্গে কথা বলা যৌক্তিক মনে করছি না: উপদেষ্টা মাহফুজ (ভিডিও) ◈ বিএনপি বলছে সম্ভব, জামায়াত বলছে না ◈ তাসকিন আহমেদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ◈ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিকস দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মাজহারুল মিচেল: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার (২ জুন) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভার্চুয়ালি অনুষ্ঠিত ফ্রেন্ডস অব ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২ জুন) গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে এ বৈঠকে যোগ দেন।

ড. মোমেন তার বক্তৃতায় ব্রিকসের উন্নয়ন, অর্থনৈতিক, পরিবেশ ও স্বাস্থ্য-সংক্রান্ত ফোকাস উল্লেখ করে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেশগুলোকে আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে আরও সহযোগিতা করতে প্ররোচিত করছে। তিনি ব্রিকস সদস্য দেশগুলোকে তাদের সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নশীল অংশীদারদের কাছে হস্তান্তরের পরামর্শ দেন।  

তিনি অর্থনৈতিক ও পরিবেশগত সংকট মোকাবিলায় আরও সমন্বিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিশেষ করে পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন যাতে জাতিসংঘের এসডিজিতে কেউ পিছিয়ে না থাকে।

স্বাগতিক পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, অসাম্য ও নিরাপত্তাহীনতায় বিভক্ত পৃথিবীকে এক বৈশ্বিক নেতৃত্ব দেয়াটাই হচ্ছে এ জোটের রূপকল্প। সূত্র: বিবিসি

কেপটাউনে দুদিন ব্যাপি সম্মেলনের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, এই জোট থেকে অবশ্যই একটি জোরালো বার্তা দিতে হবে যে বর্তমান বিশ্ব বহু-মেরুভিত্তিক, এখানে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে এবং পুরোনো পথে নতুন পরিস্থিতির মোকাবিলা করা যাবে না।

তিনি বলেন, আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন তার মূলে রয়েছে অর্থনীতির কেন্দ্রীভবন, এবং এর ফলে অনেকগুলো দেশ অল্প কয়েকটি দেশের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ব্রিকসকে বহু-মেরুভিত্তিক এক বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথে অপরিহার্য' বলে বর্ণনা করে বলেন, এটি উন্নয়নশীল দেশগুলো প্রয়োজনের প্রতিফলন ঘটাবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সৌদি আরবসহ এক ডজনেরও বেশি দেশ এ জোটে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছে।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু বলেন, উন্নয়নশীল দেশগুলো এবং বিকাশমান বাজার অর্থনীতির দেশগুলোকে সহায়তা দেবার জন্য ব্রিকস জোটকে সম্প্রসারিত করা যেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং লাতিন আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, প্রধানত বিশ্বের উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বেশ কয়েকটি দেশের মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, চীন, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে পারস্পরিক ত্বরান্বিত প্রবৃদ্ধি, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

বাংলাদেশ ২০২১ সালে ব্রিকসের উদ্যোগে পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়