বিশ্বজিৎ দত্ত: সরকারি ৩৮টি সেবা নিতে ২ হাজার টাকার আয়কর রিটার্ন দেখাতে হবে। আবার ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এতে সাধারণ মানুষের উপর কর চাপানো হয়েছে কিনা?
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম শুক্রবার (২ জুন) অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনে বলেন, ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় আসলে করমুক্ত নয়। এই সীমা হলো করের জিরো স্ল্যাব। এরপরের আয়ে ৫ শতাংশ, ১০, ১৫, ২০ ও সর্বোচ্চ ২৫ শতাংশ কর স্ল্যাব রয়েছে। ২ হাজার টাকা মূলত দিতে হবে জিরো স্ল্যাবের আয় যারা করেন তাদের।
তিনি বলেন, বিদেশে ১৮ বছর বয়স হলেও আয়কর রিটার্ন দিতে হয়। আমাদের এখানে বলবেন কর বাড়ান কিন্তু রিটার্ন দিবেন না। এটা হতে পারে না।
তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যেখানে আয় নেই সেখানে কর হবে না। এটি পরে রাজস্ব বোর্ড যাচাই করে দেখবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
বিডি/এসবি/এনএইচ
আপনার মতামত লিখুন :