শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২, ১২:২১ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেটে খাওয়া মানুষদের সঙ্গে ফুটপাতে ইফতার করলেন মন্ত্রী 

বিপ্লব বিশ্বাস: [২] ভিক্ষুক, কাজের বুয়া, ঝাড়ুদার, উচ্ছিষ্ট কুড়ানী, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষের সাথে ইফতার করলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ৷ আজ রাজধানীর বিদ্যানন্দের আয়োজনে ইফতার পার্টিতে তিনি তাদের সাথে এ ইফতার করেন ৷ 

[৩] মন্ত্রীর তার অনুভূতি ব্যক্ত করে তার নিজস্ব ফেসবুক আইডিতে  লিখেছেন, "ওরা-ও মানুষ, আছে ওদের প্রান। সবাই মিলে বাংলাদেশ। ভিক্ষুক, কাজের বুয়া, ঝাড়ুদার, উচ্ছিষ্ট কুড়ানী, রিক্সা চালক, মুটে-মজুর সবার সাথে কিছুক্ষণ এবং ইফতার। চমৎকার অভিজ্ঞতা। এবং আলাদা একটা অনুভুতি। ভাবিয়ে তুলেছে সমাজের ব্যাবধানের স্তর গুলির দুরত্বের সীমাহীন দিগন্তের কথা"

[৫] এদিকে বিদ্যানন্দ তাদের আইডিতে লিখেছেন, "মাননীয় মন্ত্রীকে স্বেচ্ছাশ্রম দিতে অনুরোধ করেছিলাম, ফুটপাতে আমাদের সাথে ইফতার করতে। প্রোটোকলের পুলিশ আর ব্যক্তিগত সহকারীর বহর বাদ দিয়ে কে আসবেন?

এসেছেন শ ম রেজাউল করিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,কাজ করছেন বিদ্যানন্দের কর্মীদের সাথে। শ্রমজীবী মানুষেরা মাছ-মাংসের দাম নিয়ে হতাশা জানাবেন জেনেও তিনি এগিয়ে যাচ্ছেন তাঁদের কাছে।
 
[৬] "লোক দেখানো" বলবেন কেউ, তবুও তো কর্তাব্যক্তিদের সাধারণ মানুষের সামনে এনে দিতে পারছি নিজেদের কষ্টের কথা বলতে, অনুভব করতে হতাশার গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়