শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ১০:০৮ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র শবেকদরের রজনীতে দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনার আহ্বান রাষ্ট্রপতির

এম এম লিংকন: [২] রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, পবিত্র লাইলাতুল কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআন লাইলাতুল কদরে নাজিল হয়। আল্লাহ তায়ালা বলেন, আমি কদর রাতে কুরআন নাজিল করেছি। তাই মুসলিম উম্মাহ’র নিকট শবেকদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক। এই মহিমান্বিত রজনী সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহর দরবারে এ মোনাজাত করি। পবিত্র শবেকদরের মহিমান্বিত রজনীতে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান তিনি। 

[৪] তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ মানুষের পাথেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়