শিরোনাম
◈ সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি ◈ সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী ◈ ভারত ক্ষেপলেই লন্ডভন্ড হবে পাকিস্তান! ভয়ঙ্কর পরিণতি আঁচ করেই ভাই শাহবাজকে কী পরামর্শ দিলেন বড় ভাই নাওয়াজ? ◈ সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই: উমামা ◈ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯ ◈ অবৈধ জুয়া: তারকারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ ◈ কানাডা নির্বাচন: লিবারেল পার্টির জয়, প্রধানমন্ত্রী থাকছেন মার্ক কার্নি ◈ ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে বিতর্ক কেন? শপথ নিলে কতদিন পদে থাকতে পারবেন? ◈ আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন, প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা. জানতে চায় বিএনপি ◈ প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সেলোনা ও ইন্টার মিলানের লড়াই হবে তো?

প্রকাশিত : ০২ মে, ২০২৩, ১২:১১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৩, ০৮:১৪ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মা সেতুর ছবি দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর ছবি দিচ্ছেন প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: ২০১২ সালে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের' অভিযোগ তুলে বাংলাদেশের যে প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়িয়েছিল, প্রায় এক যুগ পর সেই পদ্মা সেতু বাস্তবায়ন করে তারই একটি ছবি ঐ সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকা

সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরে ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর’ উদযাপন অনুষ্ঠানের শেষে তিনি ফ্রেমে বাঁধাই করা ছবিটি তুলে দেন।

এসময় শেখ হাসিনা বলেন, আমি ছবিটি উপহার দিলাম কারণ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা ছিল। আমি এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এবং কানাডার আদালতেও এটা প্রমান হয়েছে যে কোনো ধরণের দুর্নীতি হয়নি।

উল্লেখ্য, ২০১২ সালে পদ্মা সেতুর ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। অভিযোগ ছিল সেতুর কাজ পেতে বাংলাদেশি ও কানাডিয়ান ফার্মের কর্মকর্তা ও কিছু ব্যক্তি ঘুষ লেনদেনের ষড়যন্ত্র করেছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে।

কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনের শীর্ষস্থানীয় তিন জন কর্মকর্তার ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের কথা সামনে আসে, ফলে বিষয়টি কানাডীয়ান আদালতে গড়ায়। কিন্তু আদালত কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায় নি।

এদিকে প্রধানমন্ত্রী তার পূর্ব ঘোষণা অনুযায়ী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করেন, যা বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো। গত বছর জুনে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ স্থাপনকারী এই সেতু উদ্বোধন করেন তিনি।

বিশ্বব্যাংককে সোমবার তিনি বলেন, আমরা এখান থেকে ভিক্ষা নেই না। আমরা ঋণ নেই। এবং তা সুদ সমেত ফেরত দেই । বিশ্বব্যাংকের অংশীদার হিসেবে এটা আমাদের অধিকার।

তিনি বাংলাদেশের অগ্রগতি ও সামনের দিনের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ নির্বিঘ্নে এগিয়ে যাবে। এখানে আমার উপস্থিতি ইঙ্গিত দেয় যে আমরা বিশ্বব্যাংকের প্রতি আমাদের আস্থা বজায় রাখছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী দুই দশকে আমাদের সাফল্য নির্ভর করবে আমাদের সম্মিলিত সক্ষমতা এবং উদীয়মান চ্যালেঞ্জগুলোকে ন্যায্য ও টেকসই উপায়ে অতিক্রম করার প্রচেষ্টার উপর।
বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলায় পিছিয়ে থাকা আমাদের কোটি কোটি মানুষকে সুখী জীবনযাপন করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়