শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক কর্নেল শহীদের ৪০ কোটি টাকার সম্পদের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি বলছে দুদক

এম এম লিংকন: [২] দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার এতো সম্পত্তি থাকা স্বাভাবিক নয়। তার বিরুদ্ধে মামলারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

[৩] অনলাইনে আলোচনায় থাকা সাবেক এ সেনা কর্মকর্তার সম্পদের খোঁজে নামে দুদক। সংস্থাটির উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন খানের নিজ নামে ২ কোটি ১০ লাখ টাকা, স্ত্রী ফারজানা আনজুম খানের নামে বারিধারায় একটি ফ্ল্যাট, নিজ নামসহ স্ত্রী, দুই কন্যাসহ তার পরিবারের নামে ২৬ কোটি টাকাসহ ৩৯ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। অস্ত্রসহ বিভিন্ন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শহীদ উদ্দিন খানসহ তার স্ত্রী ও সন্তানদের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

[৪] এদিকে প্রবাসে বসে যারা রাষ্ট্র বিরোধী প্রচারণা চালান, এমন কয়েকজনের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়