শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০৩:০১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি

শাহীন খন্দকার: [২] দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে এসেছে। দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের কোথাও নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নেই। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৮এপ্রিল) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম-ইহেলথ এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম  ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। 

[৩]প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীসহ বাইরে নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন তিনজন।

[৪]অধিদপ্তর আরও বলেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৮৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮১ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়