শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২২, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 জাতীয় ঈদগাহ মাঠে ঈদ জামাত আদায়ের  প্রস্তুতি চলছে, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় 

মনিরুল ইসলাম : [২] জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে করোনাভাইরাস মহামারির ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। গত দুই বছর ধরে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

[৩] এবার আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

[৪] গত ১২ এপ্রিল সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

[৫] বৃহস্পতিবার  সকালে  জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। এখন চলছে বাঁশের কাঠামোর ওপর সামিয়ানা টাঙানোর কাজ। মাঠের ভেতরে একাধিক দর্জিকে সামিয়ানা সেলাইয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ওপরে সামিয়ানা টাঙানো প্রায় শেষ। মাইক ও বৈদ্যুতিক তার বসানোর কাজও শেষের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠের নিরাপত্তা দেখতে টহল দিতে দেখা যায়। 

[৬] এদিকে, জানা গেছে, আজ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে লাইটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। 

[৭] জাতীয় ঈদগাহের নিরাপত্তার বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশের এক  কর্মকর্তা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়