শিরোনাম

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২, ০২:০১ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতেই কলাবাগানের তেঁতুলতলা মাঠে  দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ

মাসুদ আলম : [২] মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে দেয়াল তৈরির কাজ শেষ হয়।

[৩] এলাকাবাসী বলছেন, বুধবার প্রতিবাদ-সমাবেশ চলাকালে দেয়াল তৈরির কাজ বন্ধ ছিল। সবাই চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়। রাতের মধ্যেই দেয়াল তৈরির কাজ শেষ করে পুলিশ।

[৪]  বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরি করা হয়েছে। শুধু এক পাশে সামান্য জায়গা খালি রাখা হয়েছে। সেখান দিয়ে মাঠে ঢোকা যায়। মাঠের ভেতরে কয়েক পুলিশ সদস্য সেখানে বসে আছেন। মাঠের ভেতর ও দেয়াল ঘেঁষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী।

[৫] বুধবার মাঠটির সীমানা ঘেঁষে ১৪টি দেশি প্রজাতির গাছ রোপণ করেন আন্দোলনকারীরা। গাছগুলো সেভাবেই রয়েছে। মাঠটি রক্ষার দাবিতে বুধবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন আন্দোলনকারী ব্যক্তিরা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়