শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ মে, ২০২২, ১০:২৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২২, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামি ধরে ফেরার পথে এসআই নিহত, ৮ পুলিশ আহত

পুলিশের এসআই সমিরন চন্দ্র দাস

সোহেল রানা, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের রাাজনগর উপজেলায় আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৩ এসআই’সহ মোট ৮জন গুরুত্বর আহত হয়েছেন।

[৩] শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তরবাগ চা বাগান থেকে রাজনগর থানা পুলিশ ৩ আসামিকে গ্রেপ্তার করে একটি পিকআপ ভ্যানে করে থানায় ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ীর চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও গ্রেপ্তারকৃত ৩ আসামি গুরুত্বর আহত হন। 

[৫] খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুত্বর আহত পুলিশের ৩ এসআই, ১ কন্সটেবল ও ১ আসামিকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহত ১ কনস্টেবল ও গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। 

[৬] আহতরা হলেন: রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত গ্রেফতাকৃতরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষন সাওতাল ও কুর্মি মইনা। 

[৭] রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান শেষে ৩ আসামিকে গ্রেপ্তার করে রাজনগর থানায় ফেরার পথে দূর্ঘনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাস এর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়