শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২২, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৩০ দিনে করোনায় মৃত্যুশূন্য দেশ

মৃত্যুশূন্য দেশ

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫০ জনের মধ্যে ঢাকা মহানগরীতে সংক্রমিত হয়েছে ৪১ জন। টাঙ্গাইল জেলায় ৪ জন,রাজশাহীতে দুইজনসহ জয়পুরহাট,নওগাঁ, সিলেটে একজন করে নতুন শনাক্ত হয়েছে।

[৩] এছাড়া এপর্যন্ত সংক্রমিত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। শুক্রবার (২০মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এতথ্য জানিয়েছেন। এপর্যন্ত মারাগেছেন ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২১জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫জন।

[৪] নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩১৫জনের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৬হাজার ৩১৫জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯শতাংশ। এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, ১কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৩ জনের। সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ আর সুস্থ ৯৭ দশমিক৩১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়