শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৩:২৬ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে শনিবার

হজ নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে শনিবার

মাজহারুল ইসলাম: [২] চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর আগামীকাল শনিবার থেকে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে নিবন্ধনের অর্থ জমা দেওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।

[৩] সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজে খরচ ধরা হয়েছে চার লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে চার লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়