মাজহারুল ইসলাম: আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
নিলাম প্রক্রিয়ার মামলার দুই পক্ষের আপিলে শুনানি শেষে ঋণের সমুদয় অর্থ ব্যাংককে ছয় মাসের মধ্যে পরিশোধ করার জন্যে ঋণগ্রহিতাকে নির্দেশনা দিয়েছেন।
এছাড়াও নিলাম প্রক্রিয়ার ক্রেতাকে নির্দেশনা দেয়া হয়েছে, যদি ঋণগ্রহিতা ছয়মাসে মধ্যে ঋণ পরিশোধ করেন, তবে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে উক্ত সম্পত্তি ঋণ গ্রহিতাকে ফেরত দেওয়ার জন্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সময়ের জন্যে হাইকোর্টে বিচারাধীন উভয় মামলা স্থগিত করা হয়েছে।
এমআই/এইচএ
আপনার মতামত লিখুন :