শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১৭ মে, ২০২২, ১০:২৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২২, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রওশন এরশাদ অনেকটা সুস্থ, দেশে ফিরবেন শিগগিরই

মহসীন কবির: [২] জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তার দলের নেতারা। প্রায় ছয় মাস থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। নেতারা বলছেন আসছে বাজেট অধিবেশনে যোগ দিবেন তিনি। ডিবিসি টিভি

[৩] ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গেলো বছরের ১৪ই আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। দু’দিন পর স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদরের পরামর্শে ৫ই নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেয়া হয় ব্যাংককে।

[৪] দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। দলের নেতারা আশা করছেন, বাজেট অধিবেশনের আগেই তিনি দেশে ফিরে অংশগ্রহণ করবেন সংসদ অধিবেশনে।

[৫] বিরোধীনেতা রওশন এরশাদ এখন কেমন আছেন জানতে ২২ এপ্রিল কথা হয় ছেলে রাহগির আল মাহি এরশাদের সঙ্গে। ফোনে তিনি জানান, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় মা ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠেছেন। তিনি যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন।   

[৬] বেগম রওশন এরশাদ গত ৫ নভেম্বর ২০২১ থেকে থাইল্যান্ডের ব্যাংকক বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ৭৮ বছর বয়সী রওশন এরশাদের স্বামী সাবেক রাষ্ট্রপতি ও সামরিক একনায়ক এইচ এম এরশাদ ৮৯ বছর বয়সে ২০১৯ সালে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়