শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০২:২২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ছিনতাইকারীদের প্রধান টার্গেট পথচারীদের মোবাইল, গ্রেপ্তার ৩১ : র‌্যাব 

মাসুদ আলম : [২] র‌্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন,  সোমবার রাজধানীর লালবাগ, সিদ্ধিরগঞ্জ,পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাও, হাতিরঝিল, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আল মামুন, মো. রাকিব.  মো. জাহাঙ্গীর, মো. ইকবাল, মো. মোখলেছুর রহমান,  বিল্লাল মিয়া,  মো. বিল্লাল, মো, রাকিব, মো. মাইনু, মো.জনি, মো, স্বপন ও সালাউদ্দিন আহম্মেদ ।  

[৩] তিনি বলেন, গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মো. মোশারফ, মেহেদী হাসান রাজু, মো. জুয়েল, মো. জুম্মুন, রকিবুল ইসলাম, মো. নজরুল, মো. পারভেজ, ইউসুফ বেপারী, ইউসুফ দেওয়ান, রুবেল মোল্লা, রুবেল দেওয়ান,  মোঃ জাফর, নাছির উদ্দিন ওরফে পিন্টু, আনছার ঢালী ওরফে ডালিম হোসেন, হালিম সরদার, শাহীন শেখ,  মোহাম্মদ আলী, মো. সবুজ ও আবুল হোসেন। তাদের কাছ থেকে ৩০টি ট্যাব, ৭১৭টি টাচ মোবাইল, ৭৯৩টি বাটন মোবাইল, ২৮টি ল্যাপটপ (নতুন) এবং নগদ ৫৫ হাজার ৬৪৭ টাকা উদ্ধার করা হয়।

[৪]    অধিনায়ক বলেন, মূলত ছিনতাই বা চোরাইকৃত মোবাইল ফোনসমূহ অল্প দামে ক্রয় করে মোবাইলের আইএমইআই নাম্বার পরিবর্তন করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে। ছিনতাই হওয়া মোবাইল স্বল্পদামে চোরাই মোবাইল কারবারিদের কাছে বিক্রি করা হয়। এছাড়াও এসব মোবাইলের আইএমইআই পরিবর্তন করে স্বল্প আয়ের গ্রহকদের কাছে বিক্রি করা হয়। আইএমইআই পরিবর্তন করার কারনে এসব মোবাইল পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয় না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়