শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২২, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধীক ছেলের খতনা মেয়ের নাক কান ছেদন

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী’র মেগা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : সেবা মাস উপলক্ষে অর্ধশত ছেলের খতনা, অর্ধশত মেয়ের নাক কান ছেদন, শিশুদের ক্যানসার এওয়ারন্যান্স, ডেঙ্গু সচেতনতা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী।

শনিবার (১৫ অক্টোবর) সাতকানিয়ার কেরানীহাট সিটি সেন্টারে এ মেগা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ। বক্তব্য রাখেন লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী এমজেএফ, লায়ন কাজী জহিরুল ইসলাম এমজেএফ, লায়ন নেছার আহমেদ এবং লায়ন জাহাঙ্গীর মিঞা। 

লায়ন পলাশ ধরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন আমজাদ হোসেন, লায়ন এস এম মোখলেসুর রহমান, লায়ন মীর আকতার হোসেন, লায়ন জালাল উদ্দিন, লায়ন শফিউল আজম সেলিম, লায়ন আবরার লিটন, হাজী মোহাম্মদ সোবহান, মওলানা মোহাম্মদ ঈসমাইল, লিও সরওয়ার জাহান প্রিন্স, লিও অনুপ দাশ, লিও জামান ইমরুল হাসান, লিও আনিসুর রহমান, লিও মাহবুবুর রহমান সজীব, লিও সোফাইদা জান্নাত,  লিও পূজা নন্দী প্রমুখ।

লায়ন হাজী দেলোয়ার হোসেন জানান, অনুষ্ঠানে ৫৫ জনকে খতনা, ৩৫ জনকে নাক কান ছেদন, ৩০০ ব্লাড গ্রুপিং, ১৪০ চোখের পরীক্ষা, ৩০০ ডায়াবেটিস এবং ১৭০ জনকে দেয়া হয়েছে ব্যবস্থাপত্র। এছাড়াও সিটি সেন্টারে আশেপাশে মশার অসুধ, দুস্থদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

পিআর/শাহীদ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়