শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্র্যাব সদস্যদের আর্থিক সহায়তা  দিলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়

সুজন কৈরী: [২] বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ৩০ সদস্যকে আর্থিক সহায়তা দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বুধবার দুপুরে ক্র্যাব মিলানায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্যদের হাতে চেক তুলে দেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

[৩] ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলামসহ ক্র্যাবের সিনিয়র সদস্য ও প্রয়াত সদস্যদের পরিবারবর্গ। 

[৪] ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সরকার বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ণে নানা ভুমিকা পালন করছে। ইতোমধ্যে সাংবাদিকদের কল্যাণে কলাণ ট্রাষ্ট গঠন করেছে। যা সাংবাদকিদের প্রয়োজনে অনেক উপকারে আসছে। এরই ধারবাহিকতায় ক্র্যাবের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

[৫] ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু সরকারের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের উন্নয়ণমূলক কর্মকান্ড সফল করতে সকলকে সহযোগিতার আহবান জানান। 

[৬] এর আগেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্র্যাব সদস্যদের আর্থিক সহায়তা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়