শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১১:০৩ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে পিজিসিবির ৬ সদস্য

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী): জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুজতে নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) এর ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

বুধবার সাড়ে ১১টায় পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে সেখানে যান। দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরিক্ষা নীরিক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যোশে রওনা দেয়।

এ সময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুম গুলো পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরিক্ষা নীরিক্ষা শেষে কি কারনে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনে পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক, ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির ৬ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ট্রিপ করলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪ ও ৫ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২ টায় ৩৫০ মেগাওয়াট ক্সমতাসম্পন্ন ৪ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করলেও ৫ নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালু করা সম্ভব হয়নি।

এ তথ্য নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাওয়া ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নং ইউনিটের বিভিন্ন যান্ত্রিক সমস্যা মেরামত করেও আজ বুধবার সন্ধা পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। এ ইউনিটটি চালু করতে আরো দুই তিন দিন অপেক্ষা করতে হবে। আমরা ইউনিটটি গরম অবস্থায় চালুর চেস্টা করেছিলাম, কিন্তু হয়নি। এখন ঠান্ডা হতে দুদিন সময় লাগবে,পরে উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়