শিরোনাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওপারে চলছে গোলাগুলি, সীমান্তের ৩শ পরিবারকে সরানোর প্রক্রিয়া শুরু

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

বাবুল খাঁন, বান্দরবান : আবারো বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলছে থেমে-থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ। এতে তুমব্রু সীমান্তের পরিস্থিতি দিন-দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল স্থানান্তর প্রক্রিয়া শুরু করছেন প্রশাসন। এরইমধ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে।

ডিসি  ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার সীমান্তের কাঁটাতার বেড়াসংলগ্ন তুমব্রু, ঘুমধুম, হেডম‍্যানপাড়া, ফাত্রা ঝিরি, রেজু আমতলী এলাকায় বসবাসকারীদের সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওপারে মিয়ানমার অংশে উত্তেজনার কারণে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত থেকে স্থানীয় কিছু পরিবারকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

৩০০ পরিবারের প্রায় দেড় হাজার সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ।

অন্যদিকে, উখিয়ার সীমান্ত ঘেঁষা প্রায় ৭০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়