শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে আরও কয়েকটি বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার 

মনজুর এ আজিজ : শিগগিরই দেশে আরও কয়েকটি বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার করেছে সরকার। দেশের পরিবেশ রক্ষায় সব বড় শহর বা বিভাগীয় শহরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রাখা হয়েছে।

ইতোমধ্যে দুটো কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। 

বিদ্যুৎ বিভাগ এবং পিডিবি সূত্র বলছে, অনেক দিন ধরেই বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের একক প্রচেষ্টা ছিল।

তবে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিভাগের এই আহ্বানে খুব একটা সাড়া দেয়নি। তবে এখন বিদ্যুৎ কেন্দ্রগুলো আইপিপি মডেলে নির্মাণ করা হচ্ছে।

কেন্দ্রগুলোর মালিকানা থাকছে বেসরকারি কোম্পানির হাতে। তবে এখানে বর্জ্য বিক্রি করে লাভবান হবে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন।

শহর পরিচ্ছন্ন রাখতে একটু বাড়তি দরে ভর্তুকি দিয়ে হলেও এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার।

এখান থেকে বিদ্যুৎ পাওয়ার পাশাপাশি পরিবেশের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। কারণ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা গেলে শহর পরিচ্ছন্ন থাকবে।

এতে পরিবেশের উন্নতির পাশাপাশি মানুষের স্বাস্থ্যও ভাল থাকবে। জীবাণুও ছড়াবে না।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ঢাকা এবং নারায়ণগঞ্জে দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় চুক্তি করা হয়েছে।

এর মধ্যে আমিন বাজারে প্রথম বিদ্যুৎ কেন্দ্রটি দ্রুততম সময়ে নির্মাণ কাজ শুরু হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত আমিনবাজারে একটি কেন্দ্রর কাজ শিগগিরই শুরু হবে।

অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ  দুটি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

আমিনবাজারে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় ২০২১ সালের ডিসেম্বরে।

প্রতিদিন এখানে তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন এ ধরনের একটি উদ্যোগ আগে ভাগে নিলেও এখনও সেটির চুক্তি হয়নি।
সূত্র বলছে, উন্নত সব দেশেই বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করলেও আমরা পিছিয়ে রয়েছি। দেশের বাইরে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা বিনে ফেলা হলেও আমাদের এখানে এক সঙ্গেই ফেলা হয়।

রাজধানী ঢাকাতে বড় বড় ডাস্টবিনে নিয়ে সেগুলো পরিচ্ছন্নতা কর্মীরা আলাদা করে। এসময় চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সংকট কাটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।

সেজন্য এখন থেকেই কার্যক্রম চলমান রাখা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রামে এই ধরনের কেন্দ্র স্থাপনের আলোচনা চলছে।

এছাড়া বেসরকারি উদ্যোগে যশোরে আরও একটি কেন্দ্র করা হবে। পর্য়ায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সম্পাদনা: আল আমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়