শিরোনাম
◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়রার সভাপতি আবুল বাসার ও মহাসচিব শামীম চৌধুরী

সভাপতি আবুল বাসার ও মহাসচিব শামীম চৌধুরী

মনজুর এ আজিজ: বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর ২০২২-২০২৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোহাম্মদ আবুল বাসার সভাপতি ও শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর ইস্কাটনস্থ বায়রা ভবনে বায়রার অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম, সহ-সভাপতি নোমান চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, মো. আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু, মোঃ টিপু সুলতান, অর্থ সচিব মিজানুর রহমান, ক্রীড়া-বিনোদন ও সাংস্কৃতিক সচিব রেহানা পারভীন, জনসংযোগ সচিব মোঃ ফরিদ আহমেদ, সদস্য কল্যাণ সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- শাহাদাত হোসেন, আলী হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কলিম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান, মো. বেলাল হোসেন মজুমদার, মোহাম্মদ অলি উল্যাহ, মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, হক জহিরুল (জুও), মোঃ কামাল উদ্দিন (দিলু), কাজী মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাসার, মো. রুহুল আমিন (স্বপন) ও এম.এ. সোবহান ভূঁইয়া (হাসান)। 

উল্লেখ্য, গত ০৩ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও এর ওয়েসিস হলে বায়রার ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। বায়রা নির্বাচন-২০২২ পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল, সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ ও তানিয়া ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়