শিরোনাম
◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে লোক পাঠাতে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না

বায়রা

মনজুর এ আজিজ : বিদেশে লোক পাঠাতে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নব নির্বাচিত কর্মকর্তারা। রোববার হোটেল শেরাটনে বায়রা কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা।

বায়রার নির্বাচিত নেতারা জানান, সৌদি আরব-মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশে আর সিন্ডিকেট হবেনা। ১২০০ রিক্রুটিং এজেন্সীর সকলেই সমানভাবে বিদশে লোক পাঠাতে পারবে। পাশাপাশি বিশ্বেও বিভিন্ন দেশে বায়রার ভাবমূর্তিও উজ্বল করা হবে।  

বায়রা নির্বাচনে সম্মিলিত ঐক্য পরিষদ বিজয় লাভ করায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল প্রধান সদ্যবিজয়ী সভাপতি আলহাজ আবুল বাশার সকল ভোটারদের আর্ন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, মালয়েশিয়া, লিবিয়া, কুয়েত কাতারসহ সকল শ্রমবাজারেই সিন্ডিকেট নির্মূল করা হবে। লাইসেন্স যার ব্যবসা তার এ নীতির আলোকেই বায়রা সদস্যরা আত্মমর্যাদা নিয়ে যার যার সক্ষমতা অনুযায়ী ব্যবসা করবেন। দীর্ঘ ৬ বছর বায়রা নির্বাচন না হওয়ায় বায়রার ভাবমর্যাদা ক্ষুন্ন হয়েছে। বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ নূর আলী বলেন, সিন্ডিকেট আমরা ভাঙবোই। বায়রা সদস্যদের রুটিরুজি নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। রোববার বিকেলেই নির্বাচন বোর্ডের কাছে ২৭ সদস্য বিশিষ্ট বায়রা অফিস বেয়ারার গঠন করে নতুন কমিটি জমা দেয়া হয়েছে। এতে আলহাজ আবুল বাশারকে বায়রার সভাপতি ও  শামীম আহমেদ চৌধুরী নোমানকে মহাসচিব করে ২৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। 

অনুষ্ঠানে জানানো হয়, বায়রার কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) সাবেক সভাপতি মোহাম্মদ নূর আলী ও সাবেক সভাপতি আলহাজ আবুল বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছে। ২৭ সদস্যের মধ্যে সম্মিলিত ঐক্য পরিষদ ২৩জন বিজয় লাভ করেছে। প্যানেল প্রধান আবুল বাশার সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ৫০৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপনসহ ৪ জন বিজয় লাভ করেছে। স্বপন পেয়েছেন ৪২৮ ভোট। বায়রার সাবেক অর্থ সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ৪৮৩ ভোট। অপর দিকে সাবেক সিনিয়র সহসভাপতি ড. মোহাম্মদ ফারুকের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের একজন প্রার্থীও বিজয় লাভ করতে পারেনি। ১ হাজার ৪২ ভোটের মধ্যে ৯৬৯  ভোট কাস্ট হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়