শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২২, ১১:৩৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন

রাশিয়া থেকে ডিজেল আনার সুযোগ এসেছে, যুক্তরাষ্ট্রও সমর্থন দিবে

মহসীন কবির: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়। এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে। বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।

আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।

তিনি বলেন, রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।

তৌফিক-ই-ইলাহী বলেন, গরম কমে গেলে এবং কয়লাভিত্তিক প্রকল্পগুলো চালু হয়ে গেলে দু-একের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বিদ্যুতের ওপর চাপ কমবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল উদ্বোধনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

প্রবাসী আয়ের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের ৪ থেকে ৫ মাসের রিজার্ভ আছে। পাশাপাশি রেমিট্যান্সও বাড়ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়