শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২২, ১২:০১ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন, সংসদে মন্ত্রীদের ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে সাবেক তথ্যমন্ত্রী ও  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই নেতা নিজের ও সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানি মানুষ কষ্টে আছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের জন্য এই কষ্ট হঠাৎ শুরু হয়েছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য আমি আমার ও সরকারের তরফ থেকে জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি পরিষ্কার বলতে চাই, এই সংকট মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের আছে।’

মঙ্গলবার  জাতীয় সংসদে বৈশ্বিক মহামারি কোভিড-১৯, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক সমস্যায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় ইনু ক্ষমা চান। প্রস্তাব উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মুজিবুল হক।

সরকারের মন্ত্রীদের অতিকথনের সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী সমবেদনা প্রকাশ করছেন। ধৈর্য্য ধরার আহ্বান করছেন। সেখানে মন্ত্রিসভার কয়েকজন সদস্য দুঃখ-কষ্ট নিয়ে সমবেদনার বদলে ঠাট্টা-মশকরা করছেন। এটা মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক। আমি এর নিন্দা জানাই। দায়িত্ব পালন যারা করতে পারবেন না, তারা দায়িত্ব ছেড়ে দেন। মানুষকে বাঁচান, প্রধানমন্ত্রীকেও বাঁচান।’

ডিনিনবলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, এই সংকট মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের আছে। করোনা সংকটকালেও দেখেছি, প্রধানমন্ত্রী শক্ত হাতে পদক্ষেপ নিয়ে তা মোকাবিলা করে জীবন ও জীবিকার সমন্বয় ধরে দেশকে উন্নয়নের পথে চালিত করেছেন। আমাদের সক্ষমতা আছে। সংকটের অজুহাতে সবটাই সংকটের ওপর ছেড়ে দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকার জায়গা নেই।’

তিনি বলেন, আমরা বাজার সিন্ডিকেটের কারসাজি মোকাবিলা করতে পারছি না। পরিবহনের বিশৃঙ্খলা মোকাবিলা করতে পারছি না। ডলার সংকটের ব্যবস্থাপনা মোকাবিলা করতে পারছি না। প্রশাসনের সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। উল্টোপাল্টা কথাবার্তা দেখা দিচ্ছে। এরজন্যই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে। বাজার অস্থির করে তুলছে।’

ইনু বলেন, আড়তদার, উৎপাদক, খুচরা বিক্রেতা একেকজন একেক কথা বলে দোষারোপ করছে। ডিমের ক্ষেত্রে তো দেখলাম, ভোক্তা অধিকারের হস্তক্ষেপে দাম নেমে এলো। তাহলে চালের বাজার কেন নামবে না? এর অর্থ ব্যাপারটা আমাদের হাতেই আছে।’

প্রধানমন্ত্রী তিন মাস আগেই আমাদের বলেছেন, খাদ্য উৎপাদন বাড়ান। সংকট আসছে। এই সতর্কবাণী দেওয়ার পরেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কেন হলো?।

  • সর্বশেষ
  • জনপ্রিয়