শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২, ০৮:৫৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের দামের ওপর প্রভাব দেখতে দুই-তিন দিন সময় লাগবে

বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ

মনজুর এ আজিজ: আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কমানোর কারণে তেলের দামের ওপর প্রভাব দেখতে দুই-তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, দামে কতটা প্রভাব পড়বে, এটা পর্যালোচনার পর্যায়ে রয়েছে, এখনি বলা কঠিন। তাছাড়া দাম কমানোর বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার।

সোমবার রাজধানীর বিপিসি কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিপিসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাজার থেকে ডিজেল কিনতে ১৩২ ডলার দাম পড়ছে এখন। এখনো লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা লোকসান হচ্ছে বিপিসির।

এদিকে রোববার ডিজেলে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ৫ শতাংশ শুল্ককর কমানোর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে। তাই শিগগিরই কমানো হতে পারে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম। তাৎক্ষণিকভাবেই নতুন শুল্কহার কার্যকর হয়ে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে ডিজেলের শুল্ক-কর কমিয়েছে এনবিআর।

বিপিসির চেয়ারম্যান রাশিয়া থেকে জ্বালানি তেল আনার বিষয়ে বলেন, রাশিয়ার তেলের বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। নমুনা পরীক্ষা করা হবে। এটি ক্ষুদ্র বিষয়, এ নিয়ে এখনি আমদানি বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এর আগে পেট্রলপাম্প মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, পেট্রলপাম্প মালিকদের দাবির বিষয় জ্বালানি বিভাগকে জানানো হবে। তাঁদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আর ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সম্মিলিতভাবে ব্যবস্থা নেবে বিপিসি ও মালিকরা।

এর আগে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পাঁচ দফা দাবিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে। পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, ৩১ আগস্টের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত স্থগিত থাকবে ঘোষিত কর্মসূচি।

তিনি বলেন, কর্মসূচি ঘোষণার আগে থেকেই জ্বালানি বিভাগ ও বিপিসির সঙ্গে আলোচনা শুরু হয়। গতকাল বিপিসির সঙ্গে পেট্রলপাম্প মালিকদের দুই ঘণ্টা বৈঠক হয়েছে। এতে বিপিসি জানিয়েছে, দাবি পূরণ করতে হলে আন্তমন্ত্রণালয় সভা করতে হবে। তাই এটি মেনে নিয়ে সরকারকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়