মহসীন কবির: [২] ৩৩ হাজার গৃহহীন, ভূমিহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এরপর অসহায় এসব মানুষের হাতে জমির মালিকানাসহ সেমিপাকা ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।
[৩] তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও বাধা দিচ্ছে, সব ষড়যন্ত্র মোকাবলা কেরে এগিয়ে যাবে দেশ। আমরা চাই, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন।
[৪] প্রধানমন্ত্রী বলেন, আজকে বার বার মনে পড়ছে আমার বাবার কথা। তিনি শুধু ভাবতেন, কীভাবে দেশের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান পাবে। কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন হবে। জাতির পিতার পথ ধরে আমরা মানুষের মুখে হাসি ফুটিয়েছি। এটা দেখে নিশ্চয়ই জাতির পিতার আত্মা শান্তি পাবে।
[৫]শেখ হাসিনা বলেন, সারাদেশে ৮ লাখের ওপর মানুষ পেয়েছি, যারা ছিন্নমূল। আমরা প্রতিটি মানুষকে ঘরবাড়ি করে দেবো। শুধু খাস জমি নয়, জমি কিনেও ঘর করে দিচ্ছি বিনামূল্যে।
[৬] সরকারি খাস জমি প্রভাবশালিদের কাছ থেকে দখলমুক্ত করে সেখানেই দুই শতক জমিতে সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থায়ি ঠিকানা করে দিয়েছেন অসহায়, দুঃস্থ ও ভূমিহীন মানুষকে। এই যেমন উপকূলবর্তী জেলা বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা আশ্রয়ন প্রকল্প। তৃতীয় ধাপে মঙ্গলবার এখানকার ৫০ টি পরিবারের কাছে ঘরের চাবি তুলে দেবেন সরকারপ্রধান।
আপনার মতামত লিখুন :