শিরোনাম
◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২২, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কোনও সহায়তা পাননি বলে ওই অনলাইন জরিপে উঠে আসে।

যৌন হয়রানির শিকার নারীদের প্রতিবাদে আগ্রহ কম: জরিপ

৪৪ শতাংশ নারী কোনও সহায়তা পাননি

ডেস্ক রিপোর্ট: বাস, লঞ্চ, ট্রেন, অন্যান্য যানবাহন ও টার্মিনালসহ গণপরিবহনে ৩৬ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হন বলে এক জরিপে উঠে এসেছে।

শুক্রবার (২৬ আগস্ট) ‘জনস্থানে নিরাপত্তা ক্যাম্পেইন’ সম্পর্কিত অনলাইন জরিপটির ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

হয়রানির শিকার মাত্র এক শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন, এক শতাংশ ৯৯৯-এ ফোন করেছেন এবং এক শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, টেক্সট মেসেজ, ই মেইলের মাধ্যমে ২৪ জেলার পাঁচ হাজার ১৮৭ জন নারীর অংশগ্রহণে ইউএনডিপি বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথ উদ্যোগে জরিপটি পরিচালিত হয়।

জরিপের ফলাফলে জানানো হয় জনপরিসরে ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হন। আর ৬৬ শতাংশ নারী কয়েকবার এবং সাত শতাংশ নারী বারবার যৌন হয়রানিসহ নানা হয়রানির শিকার হন। তবে হয়রানির শিকার ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন বলে অনলাইনে পরিচালিত ওই জরিপে উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা যায়, ২৩ শতাংশ নারী রাস্তাঘাটে ও ১১ শতাংশ মার্কেট ও শপিং মলে হয়রানির শিকার হন। আর ১১ শতাংশ নারী অনলাইন প্ল্যালফর্মে সাইবার বুলিংয়ের শিকার হন।

এর মধ্যে ৪২ শতাংশ নারী উত্ত্যক্তের, ১২ শতাংশ অপ্রত্যাশিত স্পর্শ ও ১১ শতাংশ সাইবার বুলিংয়ের শিকার হন।

এছাড়া ৪২ ভাগ নারী ইভটিজিংয়ের শিকার হন। ১৭ ভাগ নারী পাবলিক প্লেসে অশোভন আচরণের এবং ১২ শতাংশ অপ্রত্যাশিত স্পর্শের শিকার হন।

জরিপে অংশ নেওয়া হয়রানির শিকার ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন। ৩৪ শতাংশ নারী কিছুই করেননি। সাত শতাংশ নারী পরিবারকে এ সম্পর্কে জানিয়েছেন এবং পাঁচ শতাংশ মানুষ আশপাশের মানুষের সহায়তা চেয়েছেন।

জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ নারী গণপরিবহণকে সবচেয়ে অনিরাপদ বলে মনে করছেন। অপরদিকে প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কোনও সহযোগিতা পাননি। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়