শিরোনাম

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২, ০৯:০৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২২, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার অনেক প্রস্তাব আছে: কাদের 

ওবায়দুল কাদের

এম এম লিংকন: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের দরজা খুলে দিলে বিএনপি থেকে আমাদের দলে আসার পথের সারি দীর্ঘ হবে। বিএনপির জেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার অনেক প্রস্তাব আছে। শনিবার বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। বিদেশী যারা আছে তারা বন্ধু। কারো দয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। দেশের জনগণ সমর্থন করেছে তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। 

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তার প্রমাণ বিএনপি বারবার ডাক দিয়েও জনগণকে মাঠে নামাতে পারেনি। আগামী দিনেও পারবে না। আগামী নির্বাচনে শেখ হাসিনার জনপ্রিয়তা বিএনপি টের পাবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বলেন, ভারতের আনুগত্য নিয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তাই এই সরকারের সাথে মানুষের কোন সম্পর্ক নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়