শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২২, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার এতো কিছু দেওয়ার পরেও মানুষ বলে, কী দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী

খাদেমুল বাবুল: প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, ‘সন্তান ফয়দা করেন আপনারা, ভাতা দেয় শেখ হাসিনা। অর্থাৎ আপনাদের সন্তানের পুষ্টি যোগান দিতে সরকার পুষ্টি ভাতা দিচ্ছেন। ভাতার টাকা পেয়ে অভাবি বাবা-মা তাঁদের সন্তানদের পুষ্টির ঘাটতি মিটাচ্ছে। দেশের মানুষকে সরকার বিভিন্ন ভাতা ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে।’

অতিতের শাসনামলের কথা স্বরণ করে তিনি বলেন, ‘২১ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, তারা শুধু ভিজিএফ দিয়েছে। আওয়ামী লীগ সরকার পুষ্টি, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছেন। আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ৩টায় নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা ইউনিয়ন আ.লীগ আয়োজনে অনুষ্ঠিত সভায় গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীকে ইঙ্গিত করে জনতার উদ্দেশ্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, ‘উপজেলার ১১টি ইউনিয়নে জেলা পরিষদ থেকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, তার চেয়ে বেশি বরাদ্দ আসে গাইবান্ধা ইউনিয়নে। কিন্তু এসব উন্নয়ন বরাদ্দের কথা ইউপি চেয়ারম্যান কেনো যেনো বলে না, তা জানি না। নাকি প্রতি হিংসা করেই বলে না, সেটাও বুঝি না!' ইতিহাস কথা বলে। সরকার এতো কিছু দেয়। কিন্তু মানুষ তাও বলে, সরকার কী দেয়?’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠায় বারবার জেল খেটেছেন। তাকে পাকিস্তান সরকার বিনা দোষে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফাঁসি দিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতি জনসমর্থনে ভিতু হয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার সসম্মানে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। অথচ বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশেই যারা বাংলাদেশকে মেনে নিতে পারেননি, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আরো ২০ বছর আগেই উন্নত দেশে পরিণত হতো।’

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিলেটারী ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, গাইবান্ধা ইউপির সাবেক মেম্বার আফছার আলী সরদার, মহিলা আ.লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী এসোসিয়েশন জেল শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরের আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া, সহ-সভাপতি ইসলামই হোসেন, গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত, সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন বিদ্যুৎ প্রমুখ।

পরে বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্ট নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি উপজেলার নেতা-কর্মীদের সাথে গণভোজে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়