শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ১১:০৭ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নি মিশিয়ে তৈরি হচ্ছে দই-বোরহানি! (ভিডিও)

নিউজ ডেস্ক: রমজান আর ঈদকে ঘিরে চাহিদা বাড়ে দইয়ের। আর গরমকালে তো কথাই নেই। এই সুযোগে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী, কাপড়ের রং আর রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে দই, মিষ্টি ও বোরহানি। চিকিৎসকরা বলছেন, সারাদিন রোজা রেখে রাসায়নিক মিশ্রিত খাবার খেয়ে পেটের অসুখসহ নানান জটিল রোগে ভুগছেন সাধারণ মানুষ।

নেই কোনো অনুমতি, তাই নেই পরিচ্ছন্নতা কিংবা সচেতনতার বালাই। কব্জি পর্যন্ত হাত ডুবিয়ে বোতলে ভরা হচ্ছে ঘরে বানানো বোরহানি। সহজেই যা পৌঁছে যাচ্ছে দোকান থেকে ইফতারির টেবিলে।

গরমে ঘেমে নেয়ে একাকার, সে অবস্থাতেই গোলানো হচ্ছে বোরহানি; যাতে মেশানো হচ্ছে ছাতা পড়া টক দই।খাদ্য প্রস্তুতকারী একজন বলেন, বোরহানি বানাচ্ছি- টক দই, পুদিনা পাতা, বিট লবণ, গোলমরিচ, কাচামরিচ দিয়ে।

একটু পাশেই তৈরি হচ্ছে মিষ্টি দই। বাহারি চেহারা দিতে এতে মেশানো হচ্ছে শিল্প কারখানায় ব্যবহার করা রং।ওই খাদ্য প্রস্তুতকারী জানান, আমাদের খাবার রং বলে দেয়। আমরা দইয়ে মেশাই। আমরা এত কিছু জানি না।

আরেকজন বলেন, এখানে মিষ্টি, দই, ছানা ও বোরহানি বানায়।

অপরিচ্ছন্ন খাবারে পানিবাহিত রোগ সহজে ছড়াচ্ছে। চিকিৎসকরা জানান, সারাদিন রোজা রেখে রাসায়নিকে বানানো খাবার স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াচ্ছে।

এনআইডিসিএইচের মেডিসিন ও চেস্ট বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জিয়াউল করিম বলেন, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যদি কেউ খায়, তার ক্যানসার হতে পারে। এই কেমিক্যাল দইয়ে ব্যবহার করার উপাদান নয়। দামে কম এবং সহজলভ্য হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যের কথা চিন্তা না করে এ কাজগুলো করে। এটা মোটেও উচিত না। এতে ক্যানসার হতে পারে। এমনকি ডায়রিয়া হতে পারে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটে সবদিকে নজর দিতে পারেন না তারা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ বলেন, জনগণকে নিরাপদ খাদ্য গ্রহণে আমাদের এগিয়ে আসতে হবে। জনগণ যত দ্রুত নিরাপদ বা পুষ্টিকর খাদ্যের চাহিদা তৈরি করবে, ততই বাজারে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের সরবরাহ বাড়বে।

অনুমোদনহীন অস্বাস্থ্যকর কারখানার খোঁজ পেলে তা প্রশাসনকে জানানোর আহ্বান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়