শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ১২:১৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : রুবেল শেখ

বাংলাদেশ রেলওয়ে ও আর্ক ফাউন্ডেশনের যৌথ সমীক্ষা

সবচেয়ে বেশি ধূমপান রংপুর রেলস্টেশনে, কম খুলনায়

রংপুর রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক: ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ধূমপানমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দেশের ট্রেন ও ট্রেনস্টেশনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। সমীক্ষায় দেখা গেছে, দেশের বড় ও মাঝারি সব রেলস্টেশনেই ধূমপান হয়। এসব এলাকা যে ধূমপানমুক্ত এমন কোনও চিহ্নও দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধূমপানকারীদের বাধা দেননি।

বাংলাদেশ রেলওয়ে ও আর্ক ফাউন্ডেশনের যৌথ সমীক্ষায় দেখা গেছে দেশে সবচেয়ে বেশি ধূমপান করা হয় রংপুর রেলস্টেশনে এবং কম খুলনায়।পাশাপাশি সবচেয়ে বেশি ধূমপান হয় রেলওয়ের প্ল্যাটফর্মে, যা মোট ধূমপানের ৬৫ শতাংশ। 

দেশের রেল ও রেলস্টেশনগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইন কতটা মানা হচ্ছে, তা জানতে চলতি বছরের এপ্রিলে ১০টি রেলস্টেশনে এই সমীক্ষা চালানো হয়। স্টেশনগুলো হলো খুলনা, রাজশাহী, ঢাকা, ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সৈয়দপুর।

সমীক্ষায় দেখা যায়, মোট ধূমপানের ৬৫ শতাংশ প্লাটফর্মে, পার্কিং এলাকায় ২৬.৩ শতাংশ। এ ছাড়া ধূমপান হয়ে থাকে রেলস্টেশন এলাকার টি-স্টল বা টং দোকানে এবং টিকিট কাউন্টার এলাকাতেও। তবে রেলস্টেশনগুলোর অফিসে কোনো ধূমপান করতে দেখা যায়নি।

সমীক্ষায় আরও দেখা গেছে, দেশের ১০টি রেলস্টেশনের ৯টিতেই সিগারেট বিক্রির স্টল রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম রেলস্টেশনে ব্যতিক্রম, সেখানে কোনো স্টল পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সিগারেট বিক্রির পয়েন্ট পাওয়া গেছে ঢাকার বিমানবন্দর স্টেশনে। এখানে ১৯টি পয়েন্টে সিগারেট বিক্রি হয়। এরপর ময়মনসিংহ ও রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়