শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ১২:১৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : রুবেল শেখ

বাংলাদেশ রেলওয়ে ও আর্ক ফাউন্ডেশনের যৌথ সমীক্ষা

সবচেয়ে বেশি ধূমপান রংপুর রেলস্টেশনে, কম খুলনায়

রংপুর রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক: ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ধূমপানমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দেশের ট্রেন ও ট্রেনস্টেশনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। সমীক্ষায় দেখা গেছে, দেশের বড় ও মাঝারি সব রেলস্টেশনেই ধূমপান হয়। এসব এলাকা যে ধূমপানমুক্ত এমন কোনও চিহ্নও দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধূমপানকারীদের বাধা দেননি।

বাংলাদেশ রেলওয়ে ও আর্ক ফাউন্ডেশনের যৌথ সমীক্ষায় দেখা গেছে দেশে সবচেয়ে বেশি ধূমপান করা হয় রংপুর রেলস্টেশনে এবং কম খুলনায়।পাশাপাশি সবচেয়ে বেশি ধূমপান হয় রেলওয়ের প্ল্যাটফর্মে, যা মোট ধূমপানের ৬৫ শতাংশ। 

দেশের রেল ও রেলস্টেশনগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইন কতটা মানা হচ্ছে, তা জানতে চলতি বছরের এপ্রিলে ১০টি রেলস্টেশনে এই সমীক্ষা চালানো হয়। স্টেশনগুলো হলো খুলনা, রাজশাহী, ঢাকা, ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সৈয়দপুর।

সমীক্ষায় দেখা যায়, মোট ধূমপানের ৬৫ শতাংশ প্লাটফর্মে, পার্কিং এলাকায় ২৬.৩ শতাংশ। এ ছাড়া ধূমপান হয়ে থাকে রেলস্টেশন এলাকার টি-স্টল বা টং দোকানে এবং টিকিট কাউন্টার এলাকাতেও। তবে রেলস্টেশনগুলোর অফিসে কোনো ধূমপান করতে দেখা যায়নি।

সমীক্ষায় আরও দেখা গেছে, দেশের ১০টি রেলস্টেশনের ৯টিতেই সিগারেট বিক্রির স্টল রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম রেলস্টেশনে ব্যতিক্রম, সেখানে কোনো স্টল পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সিগারেট বিক্রির পয়েন্ট পাওয়া গেছে ঢাকার বিমানবন্দর স্টেশনে। এখানে ১৯টি পয়েন্টে সিগারেট বিক্রি হয়। এরপর ময়মনসিংহ ও রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়