শিমুল মাহমুদ: [২]‘অহেতুক আন্দোলনের হুংকার’ না দিয়ে বিএনপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
[৩] তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সংবিধানসম্মতভাবে দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা এবং এটা প্রত্যাখ্যানের কোনও সুযোগ নেই।
[৪] শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পরিষদের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
[৫] অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সার্চকমিটির মাধ্যমে আমরা একটি সুন্দর নির্বাচন কমিশন পেয়েছি। যেই কমিশন আগামীতে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। অথচ তারা গঠন পক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ ‘বিএনপি সকল গণতান্ত্রিক সুবিধা ভোগ করছে’ জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘আজ বিএনপি বড় বড় কথা বলে... আমরা তাদের কথা বলার স্পেস দিচ্ছি না। তারা যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা আওয়ামী লীগকে রাস্তাতেই দাঁড়াতে দেয়নি।
আপনার মতামত লিখুন :