শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২২, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসতিয়াকের অভিযোগ গ্রহণ করল ভোক্তা অধিকার, শুনানি বৃহস্পতিবার

ইসতিয়াকের অভিযোগ গ্রহণ

খালিদ আহমেদ: পরিমাণে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে সোহরাব পেট্রোল পাম্পের সামনে অবস্থান কর্মসূচি পালন করা শেখ ইসতিয়াক আহমেদের অভিযোগ গ্রহণ করে শুনানির তারিখ ঘোষণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার অভিযোগকারী ইসতিয়াক এবং পেট্রল পাম্প কর্তৃপক্ষকে নিয়ে শুনানির দিন ধার্য করেছে ভোক্তা অধিদপ্তর। শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা নেবে অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরে ইসতিয়াক আহমেদের লিখিত অভিযোগ গ্রহণ করার পর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

মহাপরিচালক বলেন, মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরের সোহরাব পেট্রোল পাম্পের সামনে ধর্মঘট করেন ইসতিয়াক। আমরা তাকে বলি, ধর্মঘট প্রত্যাহার করে অভিযোগ করেন। তিনি আজ এসে লিখিত অভিযোগ করেছেন। আমরা তার অভিযোগ গ্রহণ করলাম।

সফিকুজ্জামান জানান, যেহেতু তিনি লিখিত অভিযোগ করেছেন পেট্রোল পাম্পের বিরুদ্ধে, আগামী বৃহস্পতিবার তিনি আসবেন, পাম্প কর্তৃপক্ষও আসবে। দুই পক্ষের শুনানি হবে। পরে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে আসেন ইসতিয়াক। প্রায় আধ ঘণ্টা সময় তার অভিযোগ শোনেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) মুহাম্মদ হাসানুজ্জামান। পরে লিখিত অভিযোগ গ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক। 

অভিযোগকারী ইসতিয়াক বলেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে। তাই অধিকার আদায়ে আমি প্রতিবাদ করেছি। কোনো আন্দোলনের উদ্দেশে এটা করিনি। 

সোমবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইসতিয়াক তেল কম দেওয়ার অভিযোগে আট ঘণ্টা ধরে কল্যাণপুরে ডিপোর সামনে অবস্থান নেন। ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে ওই দিন সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়