মিজান লিটন: করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে- এ বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে।
দীপু মনি বলেন, এ বিষয়ে শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত শিক্ষক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিপূর্ণ পরিকল্পনা প্রনয়ণ করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এই শিখন ঘাটতি রয়েছে তাদের কোথায় রেমিডিয়াল ক্লাস করব, কোথায় এসাইনমেন্টের মাধ্যমে ঘাটতি পূরণ হবে এ বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রী পর্যায়ে বৈঠক রয়েছে জানিয়ে তিনি বলেন, বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :