শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৮:৩২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে ফেসবুকে সক্রিয় অনলাইন প্রতারক চক্র

মিনহাজুল আবেদীন: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ খুলে বাহারি পোশাক বিক্রির বিজ্ঞাপন দিয়ে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে। গত কয়েকদিনে এমন একাধিক চক্র গ্রেপ্তার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। গত ২৫ দিনে রাজধানী থেকেই অন্তত ১৭ জন ‘প্রতারক’ গ্রেপ্তার হয়েছে। ডিবিসি টিভি 

[৩] রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চক্রকে শনাক্ত করে পিবিআই, সিআইডি ও ডিবি।

[৪] গত ২৫ এপ্রিল রাজধানীর মিরপুর থেকে মোসা. জান্নাতুল ফেরদাউস ওরফে কাজল (২৮) ও এসএম খায়রুজ্জামানকে (৩৭) গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কাজল ‘তাবিহা শাড়ী হাউজ’ নামের একটি পেজ পরিচালনা করতো। সে ক্রেতাদের সঙ্গে কথা বলতো। বাংলা ট্রিবিউন 

[৫] গত ৭ জানুয়ারি রোদাইনা জান্নাত ‘তাবিহা শাড়ী হাউজ’ নামের ফেসবুক পেজের ইনবক্সে ভারতীয় দুটি শাড়ি অর্ডার দেন। অগ্রিম ৪৫০ টাকা পেজের মালিককে বিকাশও করেন তিনি। পরের দিন রোদাইনা জান্নাতকে একজন ডেলিভারিম্যান ফোন করে বলেন, ‘আপনার পণ্য আমার হাতে, আমি এখন নয়াপল্টনে আছি। পেজের মালিকের কাছ থেকে প্রোডাক্ট কোড দিলে আমি শাড়ি ডেলিভারি দেবো।’ তখন পেজে দেওয়া নম্বরে ফোন দেন রোদাইনা। তাবিহা শাড়ি হাউজের পেজের পরিচালক কাজলকে ফোন দেয়ার পর সে জানায়, পুরো টাকা পেইড করতে হবে, অন্যথায় ডেলিভারি ম্যান যাবে না। অগ্রিম দেয়া ৪৫০ টাকা ফেরতও দেয়া হবে না।

[৬] এরপর রোদাইনা আরো টাকা বিকাশ করেন। কিছুক্ষণ পর কোড চাইলে ‘অর্ডার কোড’ আসতে সমস্যা করছে অপেক্ষা করেন বলে তাকে জানানো হয়। পরে পেজের পরিচালক আবার ফোন দিয়ে বলেন, ‘আপনার অর্ডার দুইটা, দুইটার টাকা পেইড করতে হবে।’ রোদাইনা জান্নাত তখন টাকা দিতে অপারগতা প্রকাশ করে তার পাঠানো টাকা ফেরত চান। জবাবে বলা হয়, আমাদের কোম্পানির নিয়ম অগ্রিম টাকা ছয় মাস পর ফেরত দেয়া হয়।

[৭] এই কথা শুনে রোদাইনা জান্নাত পুনরায় অপর অর্ডারের ১ হাজার ৩৫০ টাকা বিকাশে পাঠায়। যাতে তিনি তার শাড়ি পান। এর পর পেজের নম্বরে অসংখ্যবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি। উল্টো রোদাইনা জান্নাতকে পেজ থেকে এবং মোবাইল নম্বর ব্লক করে দেয় তারা।

[৮] উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) মো. রাজীব আল মাসুদ বলেন, ‘ঈদকে সামনে রেখে অনেকেই মার্কেটে গিয়ে ঝামেলা এড়াতে অনলাইনে কেনা-কাটা করছেন। এ সুযোগে কিছু প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ড্রেসের কমমূল্যে বিজ্ঞাপন দিচ্ছে। সাধারণ মানুষ তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি অর্ডার করে প্রতারিত হচ্ছেন।’

[৯] গ্রেপ্তারকৃতদের প্রতারণার কৌশল সম্পর্কে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘অনলাইন প্রতারক চক্রের এ সদস্যরা ফেসবুক পেজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। পরবর্তী সময়ে কেউ অর্ডার করলে এসএ পরিবহনের মাধ্যমে অর্ডারকৃত মালামাল সরবরাহ করে থাকে। কিন্তু গ্রাহক যখন পার্সেলটি বাসায় নিয়ে খোলেন তখন নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল দেখে হতভম্ব হয়ে যান। গ্রাহকরা যখন ওই নম্বরে ফোন দেন তখন আজ না কাল বলতে থাকে এবং একসময় তাকে ব্লক করে দেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়