শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২২, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে কাজ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

মো. তাজুল ইসলাম

শাহাজাদা এমরান, কুমিল্লা: এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিচার বিভাগকে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মানুষের আইনের শাসন রক্ষা করার জন্য সুশাসন নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের অবশ্যই সত্যতা সাথে কাজ করতে হবে। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, একসময় বাংলাদেশ হতদরিদ্র ছিলো, ভিক্ষুকের দেশ বলা হতো এ দেশকে। এ সরকারের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি রোববার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপেসহ সারাবিশ্বে গ্যাসের সংকট চলছে। তাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও লোডশেডিং হচ্ছে। আপনারা আশা রাখুন আমরা শ্রীলঙ্কার মতো হবো না। 

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী  বলেন, লোডশেডিং নিয়ে বিএনপির বিভ্রান্তি ছড়াচ্ছে। আন্দোলনের নামে দেশের কোন ক্ষতি করলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল হাসেম খান, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র অরাফানুল হক রিফাত, কুমিল্লা  সিনিয়র জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ খন্দকার, বিচারক মো. রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মরিয়ম-মুন মঞ্জুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়