শিরোনাম
◈ দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ কয়লা আমদানি বাড়িয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি : রয়টার্সের প্রতিবেদন ◈ বাংলাদেশ নিয়ে মন্তব্যের আগে ভারতের উচিৎ মুসলিমদের সঙ্গে আচরণকে স্বীকার করা: দেবপ্রিয় ◈ যে কারণে সন্তানদের ১ শতাংশও সম্পদের ভাগ দিবেন না বিল গেটস! ◈ লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ জন বাংলাদেশি উদ্ধার ◈ কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ ড. ইউনূসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক হুমকি : মানিক্য দেববর্মা ◈ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে : তথ্য উপদেষ্টা ◈ ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা ◈ লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২২, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা অর্জনে বয়সসীমাসহ সকল বাঁধা দূরিকরণের আহ্বান শিক্ষামন্ত্রীর

ডা. দীপু মনি

শরীফ শাওন: শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের বয়সসীমা ও বিষয় পরিবর্তনের বাঁধা অতিক্রমের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, জ্ঞানার্জনে বাধা থাকা উচিত নয়। এই বাধাগুলো আমাদের দূর করতে হবে। এখন দেয়াল ভাঙবার সময়, দেয়াল তোলবার সময় নয়।

রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বেই শিক্ষার্থীদের গ্যাপ ইয়ার’কে উৎসাহিত করা হয়। কোন একটি বিষয় নিয়ে পড়ার মাঝখানে অন্য কোন কাজ করা এবং পরবর্তীতে পুনরায় পড়াশোনায় ফিরে আসাকে বিশ^ব্যাপী উৎসাহিত করা হয়। কিন্তু আমাদের দেশে কেউ তিন বছর, কেউ বিশ বছর পরে পড়তে এসেছেন; একটি বিষয়ে পড়ে এসেছেন, আরেকটি বিষয়ে পড়তে চান, তিনি কেন এই সুযোগ পাবেন না! এটা হওয়া উচিত নয় জানিয়ে তিনি বলেন, আজকে আমি সাইকোলজি পড়লাম, কাল এনথ্রোপলজি এবং আরেকদিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইতে পারি। কারিগরি শিক্ষায় যারা পড়ছেন, তারা খুব ভালো করছে চাকরির জগতে। কারণ কারিগরি নিয়ে পড়লে কেউ বেকার থাকে না। কাজ করতে করতে তার মনে হলো সে সাহিত্য পড়বে। কেন বাধা থাকবে! 
নতুন শিক্ষাক্রমের ফলাফল খুব আশাব্যঞ্জক জানিয়ে তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিখবে। সমাজে আমরা গণতন্ত্রের কথা বললেও শৈশব থেকে শিশুদের প্রশ্ন করাকে নিরুৎসাহিত করা হয়। আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। 

দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের অনেক চ্যালেঞ্জ রয়েছে। শিল্প বিপ্লবের স শোষণেরও সম্পর্ক থাকে। শোষণের মাধ্যমে ধনী দেশের সঙ্গে বৈষম্য যেন বেড়ে না যায়, নিজেদেরকে তেমনভাবে তৈরি করতে হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়