শিরোনাম
◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ◈ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত রসায়ন ও অন্যদের ভাবনা ◈ সমা‌লোচনার মধ্যে বিসিবির জরুরি ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ◈ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলার আহ্বানে যা বলেছিলেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস (ভিডিও) ◈ নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু ◈ রিজার্ভ আরও বাড়লো ◈ নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ◈ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত ◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ ব্ল্যাক আউটের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : খুলনা ও বরিশাল বিভাগে বিদ্যুতের ব্ল্যাক আউটের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  

এর আগে শনিবার বিকেল ৫টা ৪৭ মিনিটে খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশাল এলাকায় বিদ্যুতের ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। ঘণ্টা খানেক পর থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল হয়। তখন বলা হয়েছিল আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিড ট্রিপ করায় ওই সংকট হয়েছিল।

ব্ল্যাক আউটের ঘটনা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারেননি উপদেষ্টা। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারায় বিষ্ময় প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ব্ল্যাক আউটের কারণে মোট ৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বলে দিয়েছি ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটলে দ্রুত মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে হবে।
এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। দুপুর ২ টা ৪ মিনিটে ব্ল্যাক আউট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ দিতে মধ্যরাত গড়িয়ে যায়। ওই ঘটনার পর ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ওই ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।

চাহিদা বেড়ে গেলে লাইন বন্ধ করে দিয়ে সামাল দেওয়া হয়, এজন্য ২৪ ঘণ্টা কাজ করে থাকে এনএলডিসি (ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার)। তারা কেন এটি সামাল দিতে পারেনি সেই প্রশ্ন উঠেছিল তখন।

উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্যুতের লোডশেডিং হবে না এমন কথা বলতে পারব না। তবে গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। লোডশেডিং হলে সব জায়গায় হবে। বর্তমানে ১৬ হাজার মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে। আমাদের ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত সরবরাহ দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়