কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘সাবেক এমপি জাফর আলমের নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার এমপি হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আর নৌকায় উঠতে পারেননি জাফর আলম। সে কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। কিন্তু জিততে পারেননি।