রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ২৪ এপ্রিল (বুধবার) থেকে ২৬ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই শোকাবহ সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া বাংলাদেশ দূতাবাসগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রয়াত ধর্মগুরুর আত্মার শান্তি কামনায় মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।