মনিরুল ইসলাম: রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি রোমে যাবেন।
প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের সরকারি সফরে কাতারের দোহায় অবস্থান করছেন এবং শুক্রবার তিনি রোমের উদ্দেশে রওনা হবেন।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে পোপ ফ্রান্সিসের একটি ব্যক্তিগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন।
পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।
প্রেস সচিব আরও জানান, রোমে প্রধান উপদেষ্টার কোনো আনুষ্ঠানিক বৈঠক নেই। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তিনি রোববার দেশে ফিরতে পারেন।