এল আর বাদল ; ২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, যিনি সদ্যই প্রয়াত হয়েছেন।
তিনদিনের সফরে ব্যস্ত সময় পার করেন পোপ। সূত্র, বিবিসি বাংলা
ঢাকায় পা রাখার পরের দিন পহেলা ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় প্রার্থনা সভায় নেতৃত্ব দেন পোপ ফ্রান্সিস। ধারণা করা হয়, তাতে যোগ দেন প্রায় ৮০ হাজারের মতো মানুষ।
ওই প্রার্থনা সভায় ১৬ জন যাজকের অভিষেক হয়। তাদের তিনি শান্তি ও মানবতার জন্যে কাজ করার কিছু দিকনির্দেশনাও দেন।
পোপ ফ্রান্সিসের সঙ্গে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।
এর আগে ঢাকায় অবতরণ করেই সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান পোপ।